এটুআই এর কারিগরি সহযোগিতায় অধঃস্তন আদালতের বিদ্যমান কজলিস্ট বা কার্যতালিকাকে অনলাইন সিস্টেমে (causelist.judiciary.org. bd) রূপান্তর করা হয়। বিচারপ্রার্থী জনগণ তার মামলার তথ্য ও পরবর্তী তারিখসহ প্রয়োজনীয় অন্যান্য সেবা এই সিস্টেম থেকে পাচ্ছেন। পাশাপাশি অনলাইন কার্যতালিকা এই সিস্টেম আদালতে কর্মরত বিচারকের ডায়েরি হিসেবে কাজ করছে। এই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বিচারকের ড্যাশবোর্ড প্রস্তুত করে, যা কার্যকর মামলা ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
-----২,০৫৫টি আদালতে মামলার কজলিস্ট বাস্তবায়িত হচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS