ই-নামজারি বা ই-মিউটেশন
উপজেলা/সার্কেল ভূমি অফিসের নামজারি সেবা ইলেকট্রনিক পদ্ধতিতে কম সময়ে, কম খরচে, বিনা ভোগান্তিতে ও স্বচ্ছতার সঙ্গে প্রদানের জন্য ই-নামজারি ব্যবস্থাপনা সিস্টেম তৈরি করা হয়েছে। www.land.gov.bdএই ঠিকানায় যে কোনো নাগরিক ঘরে বসে কিংবা যে কোনো ডিজিটাল সেন্টার থেকে নামজারি-জমাভাগের আবেদন করতে পারেন এবং নামজারি ও জমাভাগ মামলার বর্তমান অবস্থা জানতে পারেন।
১। বর্তমানে সিস্টেমটি ৪৮৫টি উপজেলা/সার্কেলে সর্বমোট ৪৫০৯টি অফিসে বাস্তবায়িত।
২। প্রায় ৫.৮০ লাখ নামজারি মামলা অনলাইনে গৃহীত হয়েছে।
৩। প্রায় ৩.৭০ লাখ মামলা নিষ্পত্তি হয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন......
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস