Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ই-চালান

সরকারি বিভিন্ন সেবার ফি ইলেক্ট্রনিক উপায়ে গ্রহণের জন্য অর্থ বিভাগের নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং এটুআই প্রোগ্রাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর কারিগরি সহযোগিতায় একটি ইলেক্ট্রনিক চালান ব্যবস্থাপনা সিস্টেম (http://www. echallan.gov.bd/) তৈরি করা হয়েছে। ই-চালান সিস্টেম হতে একজন সেবাগ্রহীতা তার কাক্সিক্ষত সেবার জন্য চালান ফরম পূরণ ও ফি খুব সহজে ঘরে বসে প্রদান করতে পারবেন। অনলাইনে চালান এর সর্বশেষ অবস্থা যাচাই করতে পারবে। এছাড়া চালান এর সাথে জড়িত সংশ্লিষ্ট মন্ত্রণালয়/দপ্তর/প্রতিষ্ঠান এর জন্য ই-চালানে রয়েছে স্ব-স্ব ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে উক্ত প্রতিষ্ঠানসমূহ সরকারি সেবার অনুকূলে জনগণ হতে গৃহীত ফি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পাবেন ও প্রয়োজনে প্রতিবেদন প্রস্ত‍ুত করতে পারবেন। একটি সেবার জন্য যে সকল প্রতিষ্ঠান অর্থ বা কমিশন পাবে তা স্বয়ংক্রিয়ভাবে সে সকল প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা হবে ফলে ব্যাংক এবং অন্য সেবার সাথে জড়িত মন্ত্রণালয়/দপ্তর প্রতিষ্ঠানকে উক্ত অর্থ বা কমিশন বন্টনের বাড়তি ঝামেলা পোহাতে হবেনা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান ও সংস্থা এবং অর্থবিভাগের সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতি (Integrated Budget and Accounting Szstem–iBAS++)-কে এপ্লিকেশন ইন্টারফেসের মাধ্যমে ‘ইচালান’ বাতায়নের সাথে যুক্ত করে সরকারি প্রাপ্তি প্রক্রিয়াকে নিরবচ্ছিন্নভাবে সক্রিয় রাখার ব্যবস্থা করা হয়েছে।কারী।